আজ ঘুম থেকে উঠতেই--
মা আমাকে বলল
আজ হ্যাপি মাতৃদিবস!
যাঃ!
আমি তো ভুলেই গেছিলাম,
সঙ্গে সঙ্গে ইন্টারনেট খুলে
ঝ্যাটাঝ্যাট কয়েকটা দুর্দান্ত পোস্ট করে দিলাম।
যাঃ!
মাকে তো হ্যাপি মাতৃদিবস বলা হয়নি,
বলতে গেলাম,
দেখলাম মা ঘুমিয়ে পড়েছে।
দিনভর কর্ম করে মা ক্লান্ত।
সারাদিন মাকে টাইমই দেওয়া হয়নি
কাজে একটু সাহায্য করলেও হতো।
লাইক কমেন্ট গুনতে গুনতেই দিন শেষ।
মা হওয়া কঠিন কাজ,
তবুও মায়েরা মা হন,
বোধহয় সন্তান হওয়া আরও কঠিন
তাই কি সব সন্তান সন্তান হয়না??