পিস্তলমনি বোমার যোনি
অবক্ষয়ের আঁতুড়, খনি
লম্বাটে লম্পট ঝোপ
খালি বলে--চোপ চোপ
পেটে পেটে হাঁটতে থাকে
জুতো-টুতো তাই পরেনা সে
সঙ্গে রাখে মিথ্যার মালা
পাড় কেটে ভিক্ষার ঝোলা
খিদের জ্বালায় কাঁদলে শোনায়--
"তুই যে ভোলা কোকাকোলা"!
চারচোখা সব একচোখারা
বুদ্ধিজীবী? কেনা ঘোড়া!
আর, দূর হতে সর্ষের খেত
কাছে শুধুই চপমুড়ি, বেত!
পুরো আকাশ মেঘে ছেয়ে
সূর্য কি চোখবুজে রইবে চেয়ে??