অনেক গভীরে ক্যাকটাসের শিকড়
সে পর্ণমোচি হতে চেয়েছিল
কিন্তু, ঝুপঝাপ বৃষ্টি যে তাকে আড়ি দিল,
তখন সে একখন্ড মরুদ্যান হতে চেয়েছিল
সে তাও পারেনি, চেষ্টাও ছাড়েনি
হাজারো মরিচিকা তার দিশা ভটকেছে
তবুও সে মাথা তুলে ঠিক দাঁড়িয়েছে
মরুভূমির বুকে ক্যাকটাস হয়ে;
প্রাণহীন প্রান্তরে স্পন্দন হয়ে
উষর উদ্যানে ঊষার কিরণ হয়ে।
ঠিক তখনই কোনো এক অভিশাপে
তার ম্যানগ্রোভ হয়ে যাওয়া...
ম্যানগ্রোভের মূলে চাতক বসে আছে,
তার উর্বরা বুকে কাঁটাঝোপ গজিয়েছে
তবুও সে বাঁচার মতো বাঁচতে চায়,
বাঁচার মতো বাঁচাতেই বাঁচার সার্থকতা।।