নিজেকে কাজে ক্লান্ত করে
ঘুমোতে চাই নীল গভীরে
পরজন্মের কথা ভাবুক অন্য কেউ
আমার একটু শান্তি চাই
ঠান্ডা জলের ঝাপটা নিয়ে
বুকের ভেতর বাতাস ভরে।

কাঁটার ওপর শয়ন করা
কাঁটাতারের বারণ করা
সুখী হবার কথা ভাবুক অন্য কেউ
আমার একটু ছুটি চাই
হাসব খেলব ছুটব আবার
ভাল্লাগে না দিনরাত্রি হিসেব করা।
মনের শয়তানির ধার ধারিনা
ভাবতে ভাবতে আর পারিনা!
'ধ‍্যাত্ তেরিকা স্বপ্নগুলো' ভাবুক কেউ
নতুন আমি,নতুন রব
আমার সম্পদে মন দেব
দুঃখ খোঁজা স্বভাব সুখেও সুখ দেখেনা।

পরিণত আর কবে হব?
লাভ কী যে বিরক্ত হব?
জেনেশুনে নিজের ক্ষতি করে কি কেউ?
আমি একটু বাঁচতে চাই
ইচ্ছার অভাবে মানুষ মরে
আশার কখনই হয়না অভাব।