নিমপাতার ফাঁকে ফাঁকে পূর্ণিমা চাঁদের উঁকি
স্বপ্নের জ্বালাতনে বিধ্বস্ত ঘুম―ধুলাবালি।
ব্যাগ আর বালিশের ব্যবধানটুকুই সত্যি
ঘড়ির কাঁটার মাঝে কাটাতার রাখি অবশেষে!
তোমার কৃষক বনাম কৃষ্ণ, কৃষ্ণ বনাম কীর্ত্তন,―
আমার বাবার ফাটা মাঠ, মায়ের পাতাল প্রবেশ!
মহারাণী নাকি রাজপুত্র―চয়েস করেছো তুমি
সামনে অগম্য কুয়াশার চাদরে দৃশ্য বন্ধ আমার।
তোমার সেই গঙ্গা-ই আমার অস্থি বুকে নেবে,
আমারও একটা কৃষ্ণ আছে জেনো―গীতায়।
মহাকাশের প্লাগে চার্জে বসিয়েছি হৃদয়টাকে
ইউক্যালিপটাশের ধোঁয়ায় নিয়েছি নবজন্ম।।