এইতো সেদিন ফুলসজ্জা, কথায় কথায় ভোর
এইতো সেদিন প্রথম দেখা, লাজুক চোখ তোর,
এইতো সেদিন প্রথমবার ফেসবুকে 'হাই' বললি
এইতো সেদিন প্রথম বার আমার নাম শুনলি।
এইতো সেদিন কথায় কথায় রাগ অভিমান কতো
এইতো সেদিন দুঃখ দিয়ে দুঃখ পেলি শত,
এইতো সেদিন ভালোবাসা ভালোবাসা ভালোবাসা
এইতো সেদিন ছোট্ট একটা নাম দিলাম তোর খাসা।
এইতো সেদিন মা মরিল দুইজনে একজন
এইতো সেদিন মা হলি তুই আমরা তিনজন,
এইতো সেদিন তোর জ্বর আমার অফিস কামাই
এইতো সেদিন জামাই আদর, হা হা আমি জামাই।
এইতো সেদিন প্রথমবার আমায় বললি 'তুমি'
এইতো সেদিন, জলজ্যান্ত, সেই যে প্রথম চুমি,
এইতো সেদিন প্রথম সিনেমা, হলে তুমি আমি
এইতো সেদিন বুঝলাম তুমি মায়ের মতোই দামি।
এইতো সেদিন খোকার মুখে আধোআধো বুলি
এইতো সেদিন যত্নে বানালে পায়েস-পিঠে-পুলি,
এইতো সেদিন তোমার কন্ঠে রবীন্দ্রসঙ্গীতে সুধা
এইতো সেদিন ক্লান্তি ভুলে তোমাদের জন্য যোদ্ধা।
এইতো সেদিন খোকার রেজাল্ট তোমার প্রার্থনা
এইতো সেদিন বউমা মোদের থাকতে করল মানা,
এইতো সেদিন বৃদ্ধাশ্রমে খোকার প্রথম আসা
এইতো সেদিন বৃদ্ধাশ্রমে তোমার ভালোবাসা,
এইতো সেদিন হঠাৎ করেই তুমি নেই আর
এইতো সেদিন বড্ড একলা নির্ঘুম হাহাকার।
শূন্যতা শুধু শূন্যতা তবু পূর্ণতা আছে মনে
সেতো তোমার ভালোবাসা তোমারই আগমনে।
সাতজন্ম শুধু কেন জন্ম জন্ম তোমারই হব
হ্যাঁগো তুমি আমার মতোই কি সেথায় আমায় ভাবো?
এইতো সেদিন প্রথম ফোন তোমার মিষ্টি গলা
এইতো সেদিন কথায় কথায় তোমায় 'লভ্ ইউ' বলা
এইতো সেদিন......................