মা'র ছিলাম চুরমার হয়ে গেছি
মরে মরে ভালো আছি ভালো আছি...
অমাবস্যায় চাঁদ দেখেছিলাম সূর্যগ্রহণে
সোনার চাঁদ মরে গেছে পূর্ণিমা প্রাঙ্গণে
ব্যাথাতুর সঙ্গীত তুলেছিল তপস্বী বীণা
আজ বাঁশি বাজে মেরে বিনা, মেরে বিনা?
হেরে যাওয়ার সাধনায় নেমেছি কী কুক্ষণে
চিৎকার চেঁচামেচি ধ্যান করে নির্জনে
ভুল করে ভূষণদা দোষী তবু ভোলেবাবা
এক নয় লুডো দাবা এক নয় লুডো দাবা।
ফুসফুসীয় শিরাতে কামড় বসিয়েছো বরাবর
আজ অন্তরে অন্তর নেই, নেই অন্তরে অন্তর!!