ঘুম না আসা জানালায়
স্বপ্নযুদ্ধ জোনাকির
হালকা হাওয়া ঘামের 'পরে
জন্ম নেয় কোনো বীর।
দূরে কোথাও কুকুর ডাকে
নিশাচর ঝাপটে ডানা
সেসব শব্দ যায়না কানে
ডাকে পক্ষীরাজের বাচ্চা ছানা।
অনেক বড়ো ঢেউয়ের হাই
ঘুমে কাদা সাত সমুদ্দুর,
চন্দ্রায়নে ঢুলে চাঁদের বুড়ি
ভেসে আসে অমোঘ সুর।
মাটির কোলে ঘুমায় ঘাস
মাটিও ঘুমায় সুড়সুড়িতে
তারারা ঘুমে মিটমিটায়
বালার্ক ব্যস্ত প্রস্তুতিতে।।