তিনভাগ জল আর একভাগ স্থল
দয়ার সাগর তুমি, তুমি চারিত্রিক বল!
তোমায় বিদ্যাসাগর বলা তাই বড়ো ভুল
বিদ্যাজগৎ তুমি, তুমিই গুরুকুল!
কুলি হতে লাজ নেই, সারথী শ্রীকৃষ্ণ তুমি
তোমার মাতৃভক্তি শ্রীরামের বনবাসভূমি;
কোটি কোটি বিধবার পিতা তুমিই প্রকৃত শাস্ত্রজ্ঞ,
বর্ণপরিচয়, বোধোদয়ে করেছো বিদ্যার যজ্ঞ।
টেবিলে পা তোলার জবাব পেয়েছে ইংরাজ
দান করেছো, রোজগার করেও হওনি রাজাধিরাজ,
সংস্কৃত, সংস্কৃতি থেকে সংস্কার―করেছো চমৎকার
ধন্য সে রাস্তার আলো―পেয়েছিল জ্ঞানালোক দ্বার!
সেদিন একটা মাইলস্টোন লুকানো ছিল
আজ তুমিই ভারতের মাইলস্টোন,
প্রণাম নিও হে ভারতপদ্ম, ফিরে এসো―
মোদের শিরদাঁড়াকে করো স্টোন।।