ধর্মনিরপেক্ষতা মানে কী?
প্রমাণ দিতে গরুমাংস খাওয়া?
নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে
"অন্যের" বউয়ের তারিফ করা?
ধর্মনিরপেক্ষতা মানে কী?
অন্যের ধর্মের অনুষ্ঠান করা?
নিজের ধর্মের বদনাম করা?
সমধর্মীদের পেটে ছোরা?
আর, ধর্ম পালন মানেই বা কী?
কেবলই বকা ইড়িং বিড়িং?
ভক্তির চাইতে বড়ো হয় আজ--
"সুখ চাওয়া" তিড়িং তিড়িং!
ধর্মপালন মানে কি?
খাদ্য নষ্ট ভিক্ষুক কাঁদিয়ে?
পরোক্ষে ধর্মের বদনাম করা--
অন্যধর্মীকে মারধোর দিয়ে?
ভালো হওয়াই ধর্মপালন
সম্মান করাই ধর্মনিরপেক্ষতা,
ধর্ম যাদের ভাতের হাঁড়ি
বুঝবেনা তারা এসব কথা।।