এই আকাশও রঙ পাল্টায় সব আকাশের মতো
বাকল খসা বুড়ো গাছে মস্ত কোটর গর্ত,
দূরদেশের ওই পর্বতমালা শিবঠাকুরের বাড়ি
দুইটি পাখি একই গাছে সঙ্গে বসে আড়ি
একটি গাছেই লেখা আছে তপোবন স্নিগ্ধতা
দুইটি পাখি সেই অতীতের "মা নিষাদ" ব্যাথা
এই পাখিরাই পাশাপাশি বসিয়া উপনিষদে
একটি ধ্যানমগ্ন ছিল অন্যটি হর্ষ-বিষাদে।
এই দুজনে অতিথি সেবা দেখালো এক কালে
বাড়িতে দানা পানি নেই,ঝাঁপ দিল অনলে
এরা দুজনেই মিষ্টিমধুর সেই শারি আর শুক
অধর্মের অভ্যুস্থানেই ফাটে এদের বুক,
ধর্মরক্ষায় এদের জন্ম ধর্মের গ্লানি হলে
এরাই কৃষ্ণ-রাধা হল তেতাযুগ শেষ হলে!
নিজের পাট করছে রাবণ,রাম কেন নিশ্চুপ?
বাম বুকেতে খুঁজলে পাবে ভগবানের রূপ!!