বেনামী খাতা তখন সুনামী হয়ে যাবে,
সুনামি বয়ে যাবে যুবকের মনে!
কলেজের ক্লাসে তোর কবিতার কথা
ব্ল্যাকবোর্ডে চক হাতে টিচার আনমনে...
বুনোহাসি হাসা আমি ফ্যালনা হব,
তখন ফ্যানই হবে তোর সব!
কে বন্ধু? ফোন কেটে দিবি!
শুধু আমার সঙ্গী তখন পাখির কলরব!
নতুন বন্ধুবান্ধব নতুন ইত্যাদি
এটাই তোর সময় ব্যস্ত থাকার
ভালো ছিলি ভালোই থাকিস
'কে এক বন্ধু'-র কি দরকার!
বেনামী বেলায় অজানা রেস্তোরাঁয়
দেখা হলে এই বনমানুষের সাথে
অভ্যাসবশত হাত বাড়ালে
হাত বাড়াবে? বাড়াবে তো হাত হাতে?