বিস্মরণের পুষ্ট আস্তরণ
নিঃসন্দেহে নিঃশ্বাসের বেইমানী
ঘুমন্ত রাস্তা হঠাৎ কাতরায়
পড়িমরি ভাত খায় শকুনের মণি!
পাগল ঘড়ির ঘুম ভেঙে যায় ভোরে
ঘুম ভাঙে না ঘুণধরা পাগলামির
দিনের বেলায় ফুসফুসের বিসর্জন
রাতের বেলায় মাংসে মিথ্যা হামি!
বিনে পয়সার বিষেও নাকি তৃপ্তি
রঙিন গালি গলির মোড়ে ফিরে
উলঙ্গ সংস্কৃতি কেবলই গর্ভবতী
পরিচয় শুধু কে কতখানি এঁড়ে!
শিৎকার আর ভ্রষ্টাচারের সাতপাকে
সাতসমুদ্র তেরো নদীর শবদেহ
জাতের নামে পুরোনো বজ্জাতি
বন্দুক দেখেছে মা দেখেনি কেহ!
কেউ কি জানো কোথায় চাণক্য?
বুদ্ধদেব কি সত্যি ছিলেন না গল্প?
রাজা আর রজোঃস্রাবের মাঝে
গঙ্গার জল কেউ কি ছড়াবে অল্প।
ঋদ্ধির হোম মগধ মগজহারা,
নালন্দা কেন হঠাৎ প্রেতপুরী ?
সত্যাগ্রহের জন্মভূমিয় কেন---
আজকে কেবল ক্যাকটাসের বাহাদুরি?
কোথায় রাজেন্দ্র? অশোক কোথায় তুমি?
সোনার বিহার আজ কেন মোহ-মন্দের?
চন্দ্রগুপ্ত কোথায় তুমি সুপ্ত?
বিশ্বের বিহার আজ কেন ধনানন্দের?