আমি তোমার কাছ থেকে শুধু "ভালোবাসা" চাই
আর কিছু না।
দেবে না প্রিয়?ওই?
লোকে বলে ভালোবাসা চাইতে নেই!
কিন্তু,আমার চাওয়া তো আর ভিখারির চাওয়া নয়,
আমি যোগ্য তাই চাই,
আপনের কাছে কি চাইতে নেই?
আমি কি যোগ্য নই?
একটু বুঝতে শিখো,
একটু ভালোবাসো।
তুমি এখন শুধু তোমার নও,
আমিও শুধু আমার নই।
তোমাকে সুখী রাখার দায়িত্ব আমার
আমাকে সুখী করার দায়িত্ব তোমার।
একগুঁয়েমি করলে জয়ী হওয়া যায়
কিন্তু সুখী হওয়া যায় না প্রিয়তম।