অঙ্কুরেই বিনষ্ট করোনা ওকে
গোরু-ছাগলের ভয়ে;
ঢাকা দিওনা জামবাটি,
ও সূর্যের আলো পাবেনা।
ও মহীরুহ হতে চায়
ওকে বাড়তে দিও,
বেড়া দিও,
বাড়তে বাধা দিওনা।
অঙ্কুরেই ডাল-পাতার ঝোপের ভাবনা ভালো নয়!
ডাল কাটার চিন্তা কেন?
পারলে চারাটায় সার দিও
আর একটু জল!
এখন থেকে তোমার মন চারাগাছ,
ওকে খুব খুব ভালোবাসো।
বেড়া দিও,
অবশ্যই দিও,
কিন্তু, বেড়ার মধ্যে বাধা দিওনা।
খুলকে জিও!