সে ছিল আমার ব্যর্থ কবিতা
রামধনু রঙে আঁকা
আজ পৃথিবীটা ফাঁকা
নীল আকাশের.....
আজও মনে পড়ে তোকে
আজও ব্যাথা বাজে বুকে
আজও আনমনা লুকে
লুকায় নিজেকে,
তুই ছিলি খুব ভালো
রাতদিন করে আলো;
এই হতে সেই হলো
আমি বাঁচতে চাই,বাঁচতে দাও।
সে ছিল আমার ব্যর্থ কবিতা
হিজিবিজি ভালোবাসা
মন ছিল খুব খাসা
আজ মনে আছে,মন নেই.....
তবুও সূর্য ওঠে
পাখি ডাকে ফুল ফোটে
প্রজাপতি আজও জোটে
হাসি নেই আজ ঠোঁটে,
তুই ছিলি ফুলের বাগান
আনমনা কত্তো গান;
সাজাবো নতুন উদ্যান
চাইনে জিততে,বাঁচতে চাই।।