ভুল জানি তবু করি আর না চাইলেও---
ঠিক করা ভালো জানি চাইলেও পারি না,
মন যে মা মানে না সুখে দুখ পাইলেও,
ভুল জানি তবু করি আর না চাইলেও।
ফুটো গ্লাস খালি রয় ব‍্যর্থ শত ঢেউ;
সুখ পিছে দৌড়িয়ে উন্নতি হল না---
ভুল জানি তবু করি আর না চাইলেও,
ঠিক করা ভালো জানি চাইলেও পারি না।

ক্ষমা কর্ মাগো এই জ্ঞানপাপী অভাগেরে
সব বুঝি তবু মাগো না খেলেই যাই হেরে;
এবার মন বলরে কালী
মরতেই কি পৃথ্বী এলি?
দুখ নয় দম দিয়ে রাখ্ মা মোর চরিত্র ঘিরে।।