তোমরা দেবতা, কিন্তু ভগবান নও!
তোমরা কি জানো ভবিষ্যত? কে জানে?
প্রাচীন চাণক্যের সুরে বলি―
সন্তানেরে দিওনা বলী
"ষোলোবছর পূর্ণ হলে বন্ধু হয়ো তাঁর"
আর স্পষ্ট ভাষায় বলো তারে তোমার বিচার,
বলো কেমন মানুষকে করবেনা লাভার
বলো করলে কী কী ক্ষতি হবে তাঁর।
কিন্তু পরে তাঁর পছন্দকে সম্মান দিতে শেখো
নিজের দেওয়া সংস্কারে নিজে আস্থা রাখো।
জানি সে তোমার আদরের ধন,
কিন্তু তার জীবন সে শুধু তাঁরই জীবন।
প্রাচীন সয়ম্ভর সভার উদাহরণে বলি
আমরা আধুনিক কিন্তু এগিয়ে কি চলি?
লভ্ বা অ্যারেঞ্জ দুটোই সয়ম্ভরের শাখানদী―
বুঝতে পারবে একটু ভাবো যদি।
কিন্তু দুটোরই আসল কথা স্বাধীনতা
স্বাধীনতা না দিতে পারা তোমাদের ব্যর্থতা।
কোনো সন্তান যেন সুইসাইড না করে
বন্ধু হয়ে মা-বাপ যেন তারে বক্ষে ধরে।
কোনো সন্তান যেন আজীবন না কষ্ট পায়
জোর করে ভালোবাসা দেওয়া যে বড়ো দায়!
তোমরা সন্তানের ভালো চাও―জানি
কিন্তু তোমাদের ভালোর গ্যারেন্টি আছে কি?