গচ্ছিত কিছু আঙুলের গিঁট
আজ অনাদরে মৃতপ্রায়
বোতামঘরে জমানো তবুও
সেই এক চা চামচ তারাকুচি!
বুকপকেটে আগলে রাখি
তোর সেই রাজহংসী অভিমান...
আসলে তুই যে খুব ছোঁয়াচে
নিঝুম রাতের উল্কাপাতে
মনকেমনের পাড়ায়!
ঝোড়ো আবহাওয়ায় আলতো নীড়ে,
অনুভূতিদের জীবাশ্ম বলে―
ওহে সুগন্ধি অবহেলা,
প্লিজ আবার বুকে টেনে নিও
দিয়ে চাঁদবাতিটা নিভিয়ে দিও।
তুমি বোঝোনি যদিও
তবুও জেনো শুঁয়োপোকা খুব আদুরে...