প্রেমিক-প্রেমিকা মানে বিয়ে পাকা?
এমনটা কিন্তু নয়!
প্রেম যেমন স্বাভাবিক
ব্রেকাপও তেমনি; হতেই পারে!
লোকে বলে,
স্বপ্ন দেখিয়ে দিল ভাঙার কি দরকার?
ভুল বলে! স্বপ্ন যে দেখায়
সে আগে ওই স্বপ্নটা নিজে দেখে,
তারপর দেখায়।
যে ব্রেকআপ করে সেও দুঃখ পায়!
যে ব্রেকাপ করে সে দোষী নয়।
প্রেম যেমন স্বাভাবিক
ব্রেকাপও তেমনি; হতেই পারে!
দোষী একমাত্র তারা
যাদের প্রেমের উদ্দেশ্য
আখের গোছানো বা টাইম পাস
কিংবা উদ্দেশ্য শরীরভোগ করা,
এরাই পাপী, ব্রেকাপ করলেও পাপী
না করলেও পাপী।
অন্যেরা সকলে নির্দোষ,
প্রেমের যেমন অধিকার আছে
ঠিক তেমনি---
সঠিক জীবণসঙ্গী বাছারও অধিকার আছে!
প্রেম যেমন স্বাভাবিক
ব্রেকাপও তেমনি; হতেই পারে!
সবার সাথেই করা যায় প্রেম
সবাই সবার বিয়ের যোগ্য নয়।
সংসারটাতো চলেনা ফুর্তি করে ,
খুনসুটিতে তো আর পেট ভরেনা!
একসাথে থাকার পর মাসকয়েক
অপরজনে ঠিকঠাক চিনে নেয় তারা
মনে যদি হয় মানুষটি ভালো
কিন্তু তার জন্য নয় উপযুক্ত,
তখন দরকার তাকে ত্যাগ করার।
জীবনটা লুলুপুতু খেলা কি?
কাঁদলে এক্সপায়ার ডেটের বয়েই গেল!
আগামীর নিশ্চিত ডিভোর্সের চেয়ে
আজকের ব্রেকাপ ভালো!
প্রেম যেমন স্বাভাবিক
ব্রেকাপও তেমনি; হতেই পারে!
ফ্যামিলির কথাও মাথায় রাখা উচিত,
বিবাহ শুধু দুটো মানুষ নয়,
দুটো ফ্যামিলির বন্ধন।
আজীবনের দুঃখের চেয়ে
দু'দিনের দুঃখ ভালো!
প্রেম বিয়ে নয়,
কিন্তু হতেই পারে বিয়ে!
প্রেম যেমন স্বাভাবিক
ব্রেকাপও তেমনি; হতেই পারে!
তাই ছদ্মবেশী ধর্ষককে প্রেমিক ভেবোনা।।