সে আর সে নেই
জানিনা সে ছিল কিনা সে।
মনের ফাঁদে মন কাঁদে
ভোগকে বলে ভালোবাসে!
ব্যতিক্রমে বাতি নিভালো
দীপমালা ফিরে এসো আরবার
দীপশিখা দীপা শিখা দিয়া
কেউ কখনো হয় না ছারখার।
ধূমকেতু ভালো থাকিস,
ধ্রুবতারা কাছে এসো
ধ্রুব বলোনা একবার---
নিহারিকা একটু হাসো।
আকাশ ক্ষমা করো
জেনে বুঝে সব করা ভুল,
আকাশ নিওগো প্রণাম
সরিয়ে নিওনা পাদপদ্ম ফুল।
'ছবির মতো'-ও ছবি হয়
দর্শক হবার শক্তি দাও
গোলকধাঁধায় চাইনে মরিতে
ভালো থাকিস,ভালো থাকতে দাও।।