যে নিজে সীতা নয় তার
তাঁর স্বামী রামের মতো পবিত্র হবে
এমন আশা করা ঠিক কি?
তেমনি আগে শিব হও
তারপর দুর্গার মতো বউ আশা করো।
কোনো স্ত্রী যদি চায়
সে রাণী হয়ে থাকবে
তাহলে তার প্রথম কাজ হবে
স্বামীকে রাজা হতে সাহায্য করা
বা রাজার মর্যাদা দেওয়া
কারণ রাজার স্ত্রীকেই রাণী বলে।
ঠিক তেমনই কোনো স্বামী যদি
স্ত্রীকে দাসী করে রাখে
তবে বুঝতে হবে সেও দাস
হাজার হোক দাসীর স্বামী তো!
বিবাহ আর স্বামী-স্ত্রী হওয়ায়
আকাশ পাতাল দূরত্ব,
বন্ধু হয়ো পরস্পরের
ভালোবাসা মানে বন্ধুত্ব।
বর্তমানে বর্তমান দিলাম
ছড়িয়ে পড়ুক সেটার ছটাই,
অতীতে নাকি ইতিহাসে---
তোমারই হাতে বাঁচবে কোথায়!
মতের অমিল হয়তো হবে
মতের চেয়ে মানুষ দামি
পথের অমিল হতেই পারে
পথের চেয়ে উর্ধ্বে হামি।
"আমরা","আমাদের" কেন্দ্রে থাক
ভালোবাসায় নেই জয় পরাজয়,
"আমি","আমার" কমতে থাকাতেই
ভালোবাসার হয় পরিচয়।।