বৃষ্টিকে দোষ দিওনা
ভিজিয়ে দিয়েছে বলে....
প্রজাপতিকে গালি দিওনা
ও এত সুন্দর বলে....
রামধনুকে আড়ি দিওনা
স্বপ্ন দেখায় বলে....
গোলাপকে ছিঁড়ে ফেলোনা
সে সুগন্ধ দিয়েছিল বলে....
সবকিছুই ঠিক হয়ে যাবে,
ওই আবার সূর্য উঠল বলে।।