ভালোবাসা মধুময়, ক্ষয় নাকি ভয় ?
ভালোবাসা স্বর্গময় নাকি কামময়?
ভালোবাসা কারে কয়?
এ প্রশ্ন বৃথা।
যার মনে ভালোবাসা যেমন
তার কাছে ভালোবাসা তেমন!
ভালোবাসার সংজ্ঞা দেবার আমি কে?
সেই জানে মানুষের আড়ালে বাস করে যে!
কোন ধরনের ভালোবাসার কথা বলব?
ভাদ্রের কুকুর কুক্কুরীর ভালোবাসা?
নাকি মানব মানবীর ভালোবাসা?
নাকি দেব দেবীর ভালোবাসা?
কোন ভালোবাসার সংজ্ঞা জানতে চাও?
আসলে মানুষ তো সব জীবের ভূমিকাতেই স্বচ্ছন্দ!
চাইলেই কুকুর বা দেবতা হওয়া যায়
কিন্তু ভালোবাসার সংজ্ঞা অন্য কেউ দিতে পারে না।