কী তীব্র ভালোবাসতো আমাকে মেয়েটা!
কী আকুল আবেদন!
কী গভীর উচ্ছ্বাস আমার ভালোয়!
কী নিঃস্বার্থ সমর্পণ!
কী স্নেহময় বার্তালাপ!
কী অমোঘ যত্ন!
কী উচ্চ ভাবনা আমার সম্পর্কে!
কী নম্র ব্যবহার!
কী বৃষ্টি বৃষ্টি আদর!
কী রোদ রোদ শাষন!
কী বিকেল বিকেল আবদার!
কী জ্যোৎস্না জ্যোৎস্না হাসি!
কী তারার মতো চাহনি!
কী মেঘের মতো অভিমান!
কী নদীর মতো আধুনিক হতে বলা!
কী পর্বততুল্য আস্থা আমার 'পরে!
সেই মেয়েটার জন্য
আমি কত কত জন্ম অপেক্ষা করলাম
সে আমার, শুধু আমার হতে চেয়েছিল সেই জন্মে!
তাই আমি কারোর হতে পারিনি, মনই চাইতো না
মন যে শুধু তাকেই চায়।
কে বোঝাবে সেই মেয়েটাকে,
যে সেই সে আর আমি তার "তুমি"!
কে বোঝাবে তার হব বলে আমি দেবতা হতে চায়নি
শুধু তার জন্য আমি নির্বান ত্যাগ করেছি!
কে বোঝাবে ওই মিষ্টি মেয়েটাকে এইসব?
ও যে আমার জন্য পাগল ছিল তখন, সেইজন্মে।।