হে পরম উৎকর্ষের ধারিকা সুরশ্রেষ্ঠা
হে বিদ্যাদায়িণী সুধাদায়িণী ভক্তিদায়িণী
শ্বেত বস্ত্রে সুসজ্জিতা,
শ্বেত পদ্মে বিরাজিতা,
শ্বেত পুষ্পে পশোভিতা হে দেবী, হে মাতঃ
মম শিরের সহস্রদলে আসন গ্রহণ করিও।
হে বাগদেবী হে বীনাপাণি
তোমার বানীই হোক আমার চিন্তা ও বাক্য
তোমার প্রজ্বলিত সঙ্গীতের সুরকিরণে
ভরে উঠুক মম মনের প্রাঙ্গনের চারিধার
হে পরমমেধা আমায় ধীশক্তি প্রদান করো
হে সারদা হে পরমপ্রজ্ঞা হে চিরন্তনের সার
তোমার চরণস্পর্শে প্রশান্ত হোক মম চিত্ত,
হে বিশালাক্ষি হে জ্ঞাননেত্র হে তপস্বীনী মা
আমার আনত প্রণাম গ্রহণ করো
হে জগদ্বিখ্যাতা আমায় উন্নত করো
হে কমললোচনা হে স্বয়ং ব্রহ্মচর্যা হে মা সরস্বতী
চিরবিদ্যার্থী এই সন্তানেরে আশিষ দাও যেন
মম হৃদয়শোনিত তব শ্রীপদের আলতা হয় চিরকাল
যেন তোমার বিদ্যা দ্বারা সম্পৃক্ত হয় আমার চিন্তন,
সুশোভন হয় আমার আচরণ
আর সম্পূর্ণ হয় আমার কর্ম।
হে মাতঃ নবজীবনের নবীনতন্ত্রে
জ্ঞানমন্ত্রে দীক্ষিত করো আমায়
তোমার বানী বহন করার, ধারণ করার
ও বিতরণ করার শক্তি প্রদান করে
আমার জীবন সার্থক করো মা।
হে মা দিব্যচেতনা হে মেধাশ্রী হে স্বর্গের ঈষ্টদেবী
আমার করজোড় শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করিও। ওম্ ।।