পোখরান ভাঙিয়াছে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল
পথের দিশারী পথ গড়িয়াছে
কার্গীলে তিরঙ্গা উড়িয়াছে
সবার শিক্ষায় সবার উন্নতি,ঘুমভেঙে দৈত্য পেয়েছে বল
ভারতরত্ন,মোদের ভারত উন্নতির সংকল্পে রবেই অটল।
আজ শূন্যতা ঘিরে ধরে তারাখসা ঘনঘোর বিবর্ণ এই রাতে
রাজনীতির উর্ধ্বে তুমি,তোমায় নমি
হে বীর কাঁদছে পুরো পূণ্য ভারত ভূমি
ভালো থেকো,ভালো থেকো,যেথায় থেকো থেকো শান্তিতে
হে শক্তি ফিরে এসো,ফিরে এসো প্লিজ,নবরূপে এসো ভারতে।।