হাই তোলে ছাইমাখা ধোঁয়া
অন্তমিল ছুটি নিতে চায়
নিম্নচাপ খেঁজুর গাছের তলে
চঞ্চুতে মেঘ চমকায়।
গোধূলীতে উড়ে আসে ভাষা
খুব চেনা বাঁশি শোনা যায়,
উদ্ধত উদ্যোগ অবশেষে
ভয় পেয়ে ভয়ালের সাধনায়।
এ যে মোর আপনার ডাক---
একথা প্রাণ বুঝলোনা,হায়!
গোপন ছবি খাজাঞ্জি এ মনে
ভেসে আসে,ভেসে যায় কান্নায়।
তবু হেসে তুলে নিলে রথে
বেদনারা নিমেষে কোথায়!
চোখে চুমু এঁকে বলিলে,
পুরোপুরি কেউই হারে নাই।।