তুমি বললে, আমার চোখের চশমা হবে
রাত্রি দিন সঙ্গ দিবে!
তুমি বললে, আমার বুকে পেশমেকার হবে
সদা বক্ষ জড়িয়ে রবে!
তুমি বললে, আমার অনামিকার আংটি হবে
আঙুল ধরে সঙ্গে যাবে!
শুনতে চাইনে এসব কথা
আর দিওনা বুকে ব্যাথা!
তুমি যদি চশমা হলে
আমার চোখের মণি হবে কে?
তুমি যদি পেশমেকার হলে
মোর হৃদয় জুড়ে তবে রবে কে
তুমি যদি আংটিই হলে
তবে হাত দুখানা ধরবে কে?
তুমি যদি যন্ত্র হলে
আমায় বাঁচার মন্ত্র দেবে কে?
তুমিই যদি ভালোবাসলে
বলো ভালোবাসবো তোমায় কবে?
প্রতিটি দিন পাল্টে দেব ভালোবাসার উৎসবে।।