এবার নিপবন্ধনী খুলে ফেলো, লাজ বাস
খুলে দাও, আলিঙ্গনে ঢালিও সুবাস!
তোমার কোমল কিউট আস্কারায়
রোম জাগে এই দেহের পাড়ায়!
চুমুতে চুমুতে চুরমুর করো, বিষ ঢেলে
দংশিও হেথায় সেথায়, চিতা জ্বেলে
ছাই করো, আর পারিনে রাখিয়া ধরিতে,
পুড়াও, ছারখার করো আঁখিতে আঁখিতে;
আজি এখনি প্রলয় আসুক, সব যাক মুছে
জোয়ারে জোয়ারে জীবন যাই যাক ঘুচে;
তন্ময় যতনে অমোঘ বেদনে পরিতৃপ্তির তুলি
লইও, ফুটিয়া তুলিও স্বপ্ন-পারিজাত কুঁড়িগুলি!
তবুও বিরক্তিকর ঝোপ গজায় বারেবারে,
আর কতবার মরব ঈভ চামড়ার অক্ষরে?
এবার চামড়া মাংসও খুলে ফেলো, কাছে যাই
কাছে, আরো কাছে এসো, আরো কাছে চাই
তোমায়, তোমার ভিতরে প্রবিশিব আমি
এসো এসো, আমার মধ্যে ঢুকে যাও তুমি
মাংসকে সাক্ষী রেখে, স্নায়ুদের কামরায়
হরমোনের হরতালে শেষ কামনার কামনায়।
যদি তবুও ওরা ফিরে ফিরে ডাকে?
কোমল বুকের গভীর গহীনে যে
নরম আসন পাতা, মোরে সেথায় বসাবে তবে।
সেথায় বসাবে কবে? আর কতকাল দুই রবে?