তুমি বললে "অর্ধেক গ্লাস জল আছে"
আমি বললাম― না,
হয়তো ভাবলে বড্ড নেগেটিভ আমি
মুচকি হাসলে হয়তো ভাবলে
আমি বলব গ্লাসটা অর্ধেক খালি!
কিন্তু না, আমি বললাম― গ্লাসটা ভর্তি
তুমি বললে "কিভাবে"?
আমি মজা করে বললাম―
গ্লাস দুই প্রবাহীতে ভর্তি
অর্ধেকটা বায়ু আছে যে!
তুমি কথাটা সিরিয়াসলি নিলে
প্রাণখুলে প্রশংসা করলে আমার
বললে বেশিই পজেটিভ আমি একটু!
আমি হাসলাম, বললাম―
পজেটিভ চিন্তা নেগেটিভের মতোই আবর্জনা!
গ্লাস খালি হোক ভর্তি হোক
গ্লাসের তাতে কী?
গ্লাস তো নিজে স্বয়ংসম্পূর্ণ
গ্লাসের পদার্থে খাদ নেই, ফুটোও নেই গ্লাসে!
তুমি বললে বুঝোনি!
আমি মৃদু হেসে বললাম― যেখানে জল আছে
সেই জায়গাটার নাম মন!
তুমি এবার বললে "বুঝেছি গ্লাসটা তাহলে আমি"।।