রাবণস্প‍র্শ? মাকে বাঁচাতে অগ্নিদেব হব
  দৌপদ্রী বুনু তোর নেই চিন্তা,বস্ত্র আমি দেব
  তার পরের দিন পথের মাঝে পিটিয়ে খুন হব!

  অন্ধকার হঠাতে প্রমিথিউস হয়ে আগুন করব চুরি
  স্পার্টাকাস হয়ে দাসত্ব শৃঙ্খল হিঁচড়ে দেব ছিঁড়ি
  তারপরের দিন শিকার হব,গদির দাদাগিরি!

  মধুসূদন হয়ে বিগড়ে যাব হইব ত‍্যজ‍্যপুত্র
  নজরুল হব,বিধর্মীর গলায় পরাব মঙ্গলসূত্র
  তারপরের দিন সুন্দর হব,হব দেওয়ালের চিত্র!

  ফিরে আসব,জানান দেব ফুরোয়নি নেপোলিয়ন
  পুরু হয়ে জান্ডারের সামনে রাখব হিম্মত বয়ান
  তারপরের দিন গাড়ি চাপা,চিরশান্তিয় শয়ান!

  হিরোসিমা ঝেড়ে হিরো হব,জলপান করব জাপানে
  মিরজাফর থাক,মদনলাল হয়ে লড়ব দেশভক্তির টানে
  তারপরের দিন অপঘাত,দাউদাউ শ্মশানে!

  দস্যু ছিলাম কি হয়েছে,হব বাল্মীকি মুনি
  ধর্মাশোক হব চন্ডাশোকের হৃৎপিণ্ড ছিনি
  তারপরের দিন গণধোলাই পঞ্চভূতে লীন-ই!

  মুমূর্ষু কিশলয়,যীশু হব,বলব 'ল‍্যাজারাস উঠে এসো'
  হনুমান হয়ে পর্বত এনে বলব মৃতসঞ্জীবনী বাছো
  দুঃখ নেই,মেরে ফেলো,তবুও তোমরা হাসো!