অনেক বড় মনের কথা এককথাতে কব―
তোর হব!
মনে পড়বে অনেক কথা পাথর চাপা
অপমান না মাখা অনুরোধ ঝরা রাতে!
আবার হাত রাখবে হাতে?
"মরিচিকা" একটা পুরনো শব্দ বইতো নয়!
মর্যাদা―মৃত মানুষের হয় না।
তোর হনুমানের জন্য গন্ধমাদন আনবি?
উঁকুনে ভরা জটা চুলে, কীভাবে মোরে চিনবি?
তাও যদি তুই থাকতিস ভালো, তাও ভালো হত।
ঢং যত! তুইও তো ক্ষতবিক্ষত!
দিনশেষে সূর্যাস্ত হোক―
আর সূর্যাস্তেই দিন শেষ হোক
দিন শেষই শেষ কথা নয়।
কী লাভ সাগরে নুন ঢেলে? বল্?
চলনা আমি এডিশন হব
আর তুই হ তোর রবীন্দ্রনাথ
রাতটাকেই বানিয়ে ফেলি দিন―
একসাথে, একা একা কিংবা আলাদা আলাদা।।