ধূলিধূসরিত নিস্তব্ধতা, ইগনোর, ইগো
ভালোবাসা তুমি স্বাভাবিকভাবে জাগো।
ভুলেভারা আকাশ বাতাস স্বার্থ-দীর্ঘশ্বাস
পাতায় পাতায় চেষ্টার আশ্রিত আশ্বাস।
ঝড়-বৃষ্টিয় জানালার দড়াম দড়াম নালিশ
ভিজে বালিশ, দূরে মন, ভিজে ঠোঁটপালিশ।
মেঘেদের নকশা আঁকা বিজলী বাতি
হিমশিম খাওয়া হিম শিতল বুকের ছাতি।
ওরা এসেছিল, বসেছিল খুব কাছে একদিন
দুখানা মেঘের মতো, অন্য অন্য বৃষ্টির অধীন
আজ; ছেঁড়া পাতা পচে গন্ধ বেরোয়, বেরুক
পচা সারের হৃদয় ফুঁড়ে নতুন অঙ্কুর বেরুক।।