রোমিও-মজনু-দেবদাসের কাহিনী হার মেনে যায়
আমাদের দেখে হিমালয়েরও প্রেম পায়
সূর্যের যেন কিরণ দেওয়া সার্থক হয়
আলো দিতে পারলে আমাদের
অমাবস্যা রাতে ছটফট করে চাঁদ
আমাদের না দেখতে পাওয়ার বেদনায়
ফুলেদের মধ্যে ঝগড়া বেঁধে যায়
কে সাজাবে আমাদের তাই নিয়ে
বাতাস লুকিয়ে লুকিয়ে প্রেমালাপ শুনে
আকাশের উজ্জ্বলতা বেড়ে যায়
কোকিল বসন্ত ছাড়াও ডাকার চেষ্টা করে
সবই শুধু আমাদের প্রেমের সঙ্গী হতে!
কতো কঠিন পথ পার হয়ে গেছি হেসেখেলে
পথ যত বন্ধুর হয়েছে বন্ধু হয়েছি আমরা তত
ঝগড়া অভিমানও হয়েছে মনে মনে বিক্ষতও হয়েছি শত
কিন্তু জড়িয়ে ধরলেই এক লহমায় সব ঠিক
আমাদের প্রেমে স্বাধীনতা আছে স্বেচ্ছাচারিতা নেই
শাষন আছে শোষণ নেই
আদর আছে ন‍্যাকামো নেই।
একে অপরের বাবা-মাকে ভালোবাসি,
সবার ভালোবাসাকে সম্মান করি আমরা,
স্বার্থপর ভালোবাসা নয়, দেশকেও সমান ভালোবাসি দুজনে,
আমাদের মা-বাবা গর্বিত আমাদের জন্ম দিয়ে,
দেবতাদের মধ্যে তর্ক চলে এই নিয়ে যে
কে বেশি ভক্ত আমাদের ভালোবাসার!
পরিজাত ফুল কখন গোপনে সুগন্ধি হয়েছে তোমার গায়ের
মন্দকিনী ঠাঁই নিয়েছে তোমার ওই মিষ্টি দু'চোখে
স্বয়ং বিষ্ণু অক্লান্ত ভাবে বলে যান আমাদের প্রণয়ের কথা
স্বয়ং লক্ষ্মী তা মুগ্ধ হয়ে শুনেন, বিষ্ময়ানন্দিত হন,
আর ভাবেন মানুষ হয়ে জন্ম নেওয়ার কথা!


রাধা-কৃষ্ণের ভালোবাসার চেয়েও আমাদের ভালোবাসা মধুর
সীতা-রামের ভালোবাসার চেয়েও আমাদের ভালোবাসা পবিত্র
সতী-শিবের ভালোবাসার চেয়েও আমাদের ভালোবাসা গভীর।