আমি একটা ছোট্ট কালো টিপ
আয়নার আদরে শুয়ে আছি কতদিন তার কোলে
কাজলকালো মিষ্টি দুটি চোখের প্রতীক্ষা প্রতিদিন নতুন করে
নিঃশব্দের ডানা ছিঁড়ে দিয়ে
ব্যাস্ত সকালের স্নান করা ভিজে চুলে
জড়ানো তোয়ালের কথা শুনবো বলে
বৃষ্টিমাখা রোদ্দুরে চড়ুইয়ের ডাক উপেক্ষা করিয়াছি;
আলতারাঙা পা রামধনুর চেয়ে কম কি?
স্বপ্নপথের ফেরিওয়ালার গল্প বলে নেলপলিশ
আতরমাখা কোলবালিশ বা চাঁদনীরাতের মুগ্ধতায় পাশে আমি
চিরুনি চিরন্তন হয় নীরবে নিভৃতে সঙ্গোপনে
আমি তোমার সিঁথিতে পুবের আলো দেখিয়াছি
দেখিয়াছি নেমে আসা চুলে ঢাকা লাজুক ঠোঁট
আড়ালে আবডালে কত আবদার শুনিয়াছি;
গভীরতায় দূরত্ব হয় কি? হয় না।
ব্যাথাতুর বাদলে আমি তোমার কপালের চুম্বন
ঝিরিঝিরি সুখে আমি তোমার খুনসুটি
আমাতে জোয়ারের হাবুডুবু নেই
নেই বড়ো লালটিপের ঢং করা মোহনীয় জাদু
তবে আমাতে পাবে সৈকতে ঝিনুক কুড়োনো আনন্দ
আমাতে পাবে আদর করার আহ্বান
আর পাবে "সখী ভালোবাসা কারে কয়?"।।