মাগো তোর আলতা চরণ
আমার বুকের রক্তে রাঙা
মাগো তোর চরণধূলি
পাক না বুকের উষর ডাঙা।
কালী তোর কোল ছেড়েছি
চরণ কি তা বলে ধরতে দিবিনে
কালী আমি স্বার্থপর খুব
"বলী নে" এটাও বলতে পারি নে।
মাগো আমার ব্যর্থ সাধন
তোর ভস্মাগ্নির স্পর্শ পাক
মাগো দুখের জ্বালা সুখের আশা
তোর চরণে মুক্তি পাক।
মাগো মনটাকে তোর বসতবাড়ির
যোগ্য করে নে না তুলে
মাগো তুই কেমনে থাকিস
তোর সোনার চাঁদকে এমনি ভুলে?
কালী আমি আর পারিনে
মাগো,একলা পেয়ে মন যে জ্বালায়
কালী আমায় রাখ না সাথে
স্থান দে না তোর মুন্ডমালায়।
মাগো হাজার ফাঁড়া আন নামিয়ে
তবুও বোঝা তোর অভাব
মাগো এক কোপেতে ঘুচিয়ে দে না
আমার যত অসৎ স্বভাব।