আমার মধ্যে তুমিই হাসো
আমি তো কাঁদি মিছে
কাঁদিয়েছি অনেক তবুও তুমি
দাওনি ছেড়ে পিছে,
আমি আবার ভোর হব মা
কাতুকুতুকে দিলাম ছাড়ি,
বলো আবার মা হবে মোর,---
কক্ষনো দেবেনা আড়ি?