নেকাচন্ডীর লক্ষ্মণগন্ডী
নগ্নতায় রাতের রাত
পার্কের গাছ বড়ো অভিশপ্ত
শেয়াল তুমি বাড়াও হাত।
চুঁইয়ে পড়া রক্ত দেব
আদর দেব রেলের চাকার
অমেরুদন্ডীর মাংস দেব
গলায় দেব মুক্তার হার,
শেয়াল তুমি বাঁদর কেন?
আর'টু কলার তুলবে নাকি?
রাত্রেবেলায় রাতের ছুটি
একটু বসো তোমায় আঁকি!
শেয়াল তুমি শশব্যস্ত
শেয়াল তুমি খরগোশ
শেয়াল তুমি নরম মাংস
শেয়াল তুমি রাক্ষস!
শেয়াল তুমি মেক-আপ করো?
এই নাও সব পলাশ ফুল
শেয়াল তোমার নেকু গলা
ফেন্সি করে ছাঁটা চুল!
শেয়াল তোমার পকেট ফোলা
শেয়াল তুমি হট
শেয়াল তোমার হিমালয় হিলে
জোছনাটা চটচট!
শেয়াল তুমি কাজল পরো?
লিপস্টিক লেপো লেপে?
শেয়াল তুমি একটা গাধা
পা ফেলোনা মেপে!
শেয়াল তুমি ফুচকা খাবে?
এই নাও তবে চকলেট,
সরি সরি বললাম তো
আর কখনো হবেনা লেট!
সিংহকেশর গর্ভকেশর
শেয়াল তুমি শয়তান;
'আপ হলে জিমে পুশ আপ
বসন্তেই ভাসায় বান!
শেয়াল তোর মা বোন নেই?
তোরও কি নেই বাপ দাদা?
মুখের ওপর তক্কো করো----
শেয়াল তোমরা একটা হাঁদা।।