ভ্রষ্টাচারী তার মতো করে গীতাকে বোঝায়,
সন্ত্রাসবাদী তার মতো করে কোরানের ব্যাখা দেয়,
ধড়িবাজ তার মতো করে বাইবেলের অর্থ বলে
আর আমরা নির্বোধরা---
এইসব ঠকবাজদের কাছে ধর্ম কী তা শিখি !
সৎ হওয়া ও সৎকর্ম করা এবং তারজন্য বীর হওয়া
এই তিনের মধ্যেই সমগ্র ধর্ম।
না না আমি তোমাদের ধর্ম শেখাচ্ছি না,
তোমরা নিজেরা ওই বইগুলো পড়ো, পড়ে দেখো।