ক্ষণিকের সঙ্গিনী,না তুমি না তোমারে আমি চিনি
কেমনে বল সামনে এল ভুলে যাওয়া বিকিকিনি?
উদাসী চোখে পলকহীন খুব চেনা ঝোড়ো মেঘ,
বিকেল বেলায় পেয়ালা হাতে ঘিরে ধরে আবেগ!
বৃষ্টি মাখে দুইটি শালিখ,আদিখ্যেতা রেনকোট
জল পেয়ে উর্বর হয়ে ওঠে বেহিসেবি ঠোঁট!
পরজীবী ব্যাথা সুখনীড় বাঁধে পরজন্মের ডালে
মনে মনে ভাবি করিব কী আমা-পাণে তাকালে!
মেঘলা বুকে দুঃখ ডাকে কখন যেন ফ্লাশব্ল্যাকে
ক্লান্ত অবুঝ ঘুমন্ত ঠোঁট ভুল করে খুঁজে কাকে?