বুক পোড়া ছাই
বিদায় বিদায়
জ্বলে পুড়ে মরে মাথা
ছায় ছায় মেঘ
অন্ধ আবেগ
শেষ করে দেয় ব্যাথা
তিল তিল খুশি
আজ মারে ঘুসি
চোখ বেয়ে ঝরে কাব্য
কতো শত ভালো
ঢাকি দিয়ে কালো
ভুলে যাই আমি নব্য
রাঙা রাঙা পূব
ভালো লাগে খুব
আর কেন ভোর দেখিনা
সূর্য মুচকি হাসে
নতুন আশারা পাশে
আসলে আমিই ভোরে উঠিনা।।