আপনারা বুড়োরা শুধুই বলেন,
এখন নাকি হয়েছে মূল্যবোধের অবক্ষয়
এখন কেবলই অবনতি, অনিয়ম আর অপচয়।
আপনারা কি পাননা দেখতে তরুণদের অগ্রগতি?
চশমাটা একটু ঘুরিয়ে পরুন, লাভই হবে হবে না ক্ষতি।
পিসার টাওয়ার বাঁকা কেন?
পিসি জানে বলে কাটান পাশ!
সমস্যাতো এইখানেই, কেটে রাখেন ঘোড়ার ঘাস
একদিনেতো হয়না দাদু মূল্যবোধের অবক্ষয়
আপনারাও একথা শুনেছিলেন
একথা তো নতুন নয়!
আর তাছাড়া কাঁঠাল গাছে কাঁঠালই হয়
আম কখনও ফলে কি, বলুন?
কাদা ছোঁড়াছুড়ি বন্ধ রেখে বন্ধু হই এবার চলুন,---
জলে স্থলে অন্তরীক্ষে ভালোবাসায় সকল বশ
ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি জ্ঞানের কথা খুবই নিরস।
এ বলে আমায় দেখ, ও বলে আমাকে
কেউ কেন বলছে না আমাদেরকে দেখ?
বুড়োদেরকে বাতিল করে সমাজ যে হয় ল্যাংড়া খোঁড়া
ইয়ংদেরকে সরিয়ে রাখেন? চারপাশে শুধুই মৃত্যু-জরা!
যে শিশুটা জন্মালো আজ,
চলুন, নবীন প্রবীণ তার হয়ে যাই
আমাদের সবই আছে শুধু নেই আমরা সবাই
ফুলতো আছে বাগানে, এ যেন গাঁথুক মালা, যার দায়!
আজ শৈশবের শুদ্ধতা নেব, তারুণ্যের নিই তেজ
আর বার্ধক্যের বিচক্ষণতা নিয়ে চলো সাজাই নিজেকে,
আর দেরি নয় এবার চলো, ওই নতুন সমাজ ডাকে।।