সংবিধান আমাদের ধর্মগ্রন্থ
দেশ আমাদের ঈশ্বর
দেশসেবা হল পূজা
আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি হল ঘট
ঘাম হল ধূপ
সুচিন্তা হল পুষ্প
সহ‍্যশক্তি হল নৈবদ‍্য
সাহস আমাদের ঘন্টাধ্বনি
পরিবারের সবার সুখই আমাদের ব্রত
নিঃস্বার্থপরতাই ভক্তি
সত‍্যিকারের হাসিমুখই ধার্মিকের লক্ষণ
প্রীতিই পার্বণ
অহিংসাই বলিদান
এগিয়ে চলাই ঈশ্বরের জয়গান করা
আর আমরা সবাই ব্রাহ্মণ।

এর বাইরেও ধর্ম বলে কিছু থাকতে পারে
কিন্তু এগুলো ছাড়া ধর্ম থাকতে পারে না।।