তুমি বলেছিলে, "বাঁচতে
ভালো লাগে,
আবার হাসার সাধ জাগে ! "
তবে, এই নিঠুর বিদায়
কেনো এতো আগে ?
এই ধরা -খাঁচা খানি
শূন্য করে,
চলে গেছো অনেক দূরে !
তবে, এই বিদায় কি আরো
বেশি স্বাধীন হবার তরে ?
তুমি চেয়েছিলে 'মুক্ত উড়ান'
পাখিদের সাথে,
চেয়েছো ওদেরই মতো কবিতা হতে !
তবে তাই হও, মিশে
যাও এই সবেতে !
জানি, এই ঘুম আর
ভাঙবার নয় ;
এ যে তোমার অনন্ত বিদায় !
তুমি ছেড়ে গেছো সব
মায়া অকপটে নির্দ্ধিদায় !!!!