এগিয়ে চলি রাস্তা ধরে,
সেই চেনা রাস্তার মোড়ে,
তোমার সুন্দর ছোট্ট বাড়ি।
পথের মাঝে একটু থামা,
বাড়ে হৃৎপিন্ডের ওঠানামা,
দেখি দাড়িয়ে আছো অপরূপা এক নারী।
সুশ্রী তোমার মুখের গঠন,
অবাক করা এলোচুলের যতন,
আমায় দারুণ ভাবে ভাবায়।
তোমার লাজুক চোখের লাজুক নেশা,
ব্যক্ত করে মনের ভাষা,
আমি পড়ি ভীষণ জটিল ধাঁধায়।
ধরতে চাইছি তোমার দুইহাত,
পেতে চাইছি আলতো চুমুর স্বাদ,
কবে সত্যি হবে এই মনের আশা?
আমার দিন কাটে তোমায় ভেবে,
রাত্রি কাটে স্বপ্নে জেগে,
স্বপ্ন ভাঙ্গলে নামে হতাশা।
স্বপ্ন যদি সত্যি হতো!
তোমায় পাওয়া হয়ে যেত,
এই ভূবনে তুমি হতে শুধুই আমার।
বিবিধ তর্কে তর্ক বাড়ে,
ভাবতে পার এই গল্প আষাঢ়ে,
তাই সময় হল এবার বোধহয় থামার।