তোমায় সঁপিলেম মম প্রেমমালা,
তব সমীপে রাখিলেম ফুলডালা,
হাসিমুখে তুমি গ্রহন করিয়া লও।
তোমায় দিলেম ভালোবাসার তাজ্,
করলেম তোমায় প্রণয়িনী আজ,
বিশ্বমাঝে তুমি আমার তিলোত্তমা হও!
তুমি হলে চন্দ্রাননা,
করিলে আমায় আপনজনা!
তব চিন্তনে আমি বিভোর রই।
হাত বারায়ে আমায় ধর,
নিধন হতে রক্ষা কর,
আমি আছি বারীশমাঝে যেথা জল অথই।
মম সহশ্র বিরহের মাঝে,
এই আকাশটা নির্বিঘ্নে সাজে,
সমগ্র ঋতুময় তুমি ভূবনমোহিনী।
মম দিবস-রজনী কাটে,
শুধু তোমারই শুভ্র চিন্তাতে,
আর দিবস-রজনী ভাবি কিরূপে তোমায় নেবো চিনি?
তুমি জাননা আমি কিরূপে আছি?
কেমনভাবে, কিরূপে বাঁচি?
কড়া পানীয় সনে আমার বন্ধুতা প্রবল।
গেলাসের লালে রাখিলে মুখ,:
যেন পাই পরম সুখ,
যেন তব অধরামৃত মম চিত্তে জ্বালে প্রেমানল।