আমার প্রিয়তমা বন্ধু তুমি
আমায় ছেড়ে গেলে;
আমার বেয়াড়া আবদার গুলি
দুহাতে ঠেলে ফেলে।
আমার কথা শোনোনা তুমি,
একটি কথাও বলোনা;
আমার দুচোখে অশ্রু ঝরে,
ধন্য তোমার ছলনা।
আমার প্রিয়তমা বন্ধু তুমি
শুধু একটিবার কথা বলো;
আমার মৃত্যু আমার সম্মুখে,
আমায় বাঁচিয়ে তোলো।
আমি জানি - আমি অযোগ্য,
তবুও আমার হাতটি ধরো;
আর বলবোনা ভালোবাসি তোমায়,
বন্ধু ভেবেই বরণ করো!