কী বলে প্রিয়া করবো
তোমায় সম্বোধন ?
না বুঝে এই অবুঝ মন
করে ক্রন্দন।
প্রিয়তমা বলবো,
নাকি বলবো প্রেয়সী?
শুধু এইটুকু মনে রেখো -
তুমিই আমার শশী।
তুমি আমার সান্ত্বনা,
আমার উৎসাহ।
তুমি আছ বলেই আমার
পরিপূর্ণ হৃদয়মাহ।
তুমি আছ বলেই স্বপ্ন দেখি,
তুমি যেথা পরী।
তোমার কল্পনাতে কেটে যায়
আমার প্রতিটি শর্বরী।
প্রাত হতে প্রাত
তোমার কথাই ভাবি।
প্রাণ দিয়ে হলেও
মেটাবো তোমার দাবি।
দূর করবো তোমার দুঃখ,
পূরণ তোমার আশা।
শুধু আমায় ছেড়ে যেওনা,
আর আমার ভালোবাসা।
মিথ্যে জেদ আর অহংকারে
তুমি আজ অন্ধ।
নিজের খেয়ালে করে দিলে
মনের দরজা বন্ধ।
খেলাচ্ছলে কী বলেছি,
তাই নিয়ে তুমি অটুট।
শুনে আমি হতভম্ব,
যেন দেখলাম ভুত!
এ কী ব্যবহার তুমি
করছো আমার সনে?
ব্যথা লাগে আমার বুকে,
তনু -চিত্ত -মনে!
এখন তুমি বলোনা কথা,
করোনা দেখা ;
দুর্ভাবনা আর দুঃচিন্তায়
দিন কাটাই একা একা।
জানি তুমিও কাঁদছ,
তুমিও ফেলছ চোখের জল।
তোমার ভালোলাগে তাই আমিও
তোমার খেলায় দিচ্ছি তাল।