শত অভিমান,
শত অনুযোগ -
তবু একটিও কথা না কও।
নিরবে দূরে
সরে থাকো,
শুধু নিজেতেই মগন রও।
জানি তোমার মনের
ছোট্ট কোণে,
একটু হলেও আমি আছি।
তোমার হাসি,
তোমার কান্না --
সবেতেই আমি বিরাজি।
তোমায় কোনো
আঘাত দিয়ে
আমি কি ভালো থাকতে পারি?
জেনো এ রাগ নয় -
নিছক অভিমান!
আমার ভালোবাসার বাড়াবাড়ি।
বলো তুমি ছাড়া আর
বকবো কাকে?
আমার যে আর কেউ নেই !
তাইতো বকার পরে
দুকান ধরে,
শেষে 'সরি' বলে দেই !